নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): এক দেশ, এক নির্বাচন ধারণার সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেছেন, যতক্ষন বিরোধীরা রয়েছে, এই বিল পাস করতে দেওয়া হবে না। অভিষেক বলেছেন, ২০২৪ সালে পশ্চিমবঙ্গে ৭ দফায় এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৮ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আপনারা ৭-৮ দফায় নির্বাচন পরিচালনা করছেন। কিভাবে একসঙ্গে ১৪০ কোটি মানুষের নির্বাচন সম্ভব? এটা জনগণের অধিকার হরণ করা।”
অভিষেক আরও বলেছেন, “৫ বছরে জনগণকে ৩-৪ বার ভোট দেওয়ার অধিকার বিজেপি, কংগ্রেস অথবা তৃণমূল দেয়নি। এই অধিকার দেশের ১৪০ কোটি মানুষকে দিয়েছে সংবিধান। তাই এটা সংবিধান পরিবর্তনের বিষয়। আমি যদি ৫ বছরে ৩-৪ বার ভোট দিই, তাহলে সরকারের জবাবদিহিতা থাকবে। তাই এটা এমন একটি বিল যা জনগণের অধিকার হরণ করবে, যতদিন বিরোধী দল থাকবে, ততদিন আমরা এই বিল পাস হতে দেব না।”