নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর:
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহি:রাজ্যের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম পঞ্চা সর্দার (২১)। শান্তির বাজার এলাকায় হেলপারের কাজ করত সে। তার বাড়ি পশ্চিমবঙ্গে।
জানা গেছে পশ্চিমবঙ্গ থেকে ৬ জন শ্রমিক ত্রিপুরা শান্তির বাজার এলাকায় হেলপার এর কাজে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে পঞ্চা সর্দারের তিন চার দিন আগে হঠাৎ করেই শরীর খারাপ হয়। প্রচন্ড জ্বর ছিল তার। তাকে শান্তির বাজার হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। ৬ জন শ্রমিকের মধ্যে আরো একজন শ্রমিক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।