গোয়ালিয়র, ১৫ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ট্রাক্টর-ট্রলি উল্টে প্রাণ হারালেন ৪ জন। শনিবার রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার রাতে গোয়ালিয়র জেলার ঘটিগাঁওয়ের জাখোদায় এই দুর্ঘটনাটি ঘটেছে। গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর সিং বলেছেন, শনিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ একটি ট্রাক্টর-ট্রলি উল্টে প্রাণ হারিয়েছেন ৪ জন এবং ১২ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সাহারিয়া আদিবাসী সম্প্রদায়ের ৩১ জন সদস্য পাই খো গ্রাম থেকে ভেষজ সংগ্রহ করে ফিরছিলেন। চালক একটি মহিষকে বাঁচাতে গেলে, তিলাওয়ালি চত্বরে ট্রাক্টর-ট্রলিটি উল্টে যায়। ঘাটিগাঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিক জীবনলাল মহর বলেন, “তাঁরা কাইত গ্রামে ফিরছিলেন, যখন তিলাওয়ালি চত্বরে ট্রাক্টর-ট্রলিটি উল্টে যায়।” মৃতদের নাম ফুলবতী (৪৫), রামদাস (৪৬), অরুণ (১৪) এবং কস্তুরী বাই (৬৫)। আহতদের গোয়ালিয়রের একটি হাসপাতালে চিকিৎসা চলছে।