আগরতলা, ১৪ ডিসেম্বর: আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার সুবিচারের দাবিতে আজ বটতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে এসইউসিআই।
৯-আগষ্ট ২০২৪ কলকাতার আর জি কর মেডিকেল কলেজে রাতে কর্তব্যরত মহিলা পিজিটি (অভয়াকে) ধর্ষণ ও নৃশংষভাবে খুন করার মতো বর্বরোচিত ঘটনায় সারা দেশে ও বিশ্বে তোলপার ঘটে। লক্ষ লক্ষ মহিলা, পুরুষ সারারাতব্যাপী রাজপথ দখল করে বিক্ষোভ করে, দেশের রাজ্যে রাজ্যে সুধীসমাজ, ডাক্তারদের সংগঠন আন্দোলন সংগঠিত করে এবং দুর্গা পুজাকালীন সময়েও বিচারের দাবিতে আন্দোলন চলতে থাকে এবং এই দাবিতে জুনিয়র ডাক্তারগণ জীবন বাজি রেখে আমরণ অনশনে বসে। মাঝপথে দেশের সর্বোচ্চ আদালত ‘সুয়ো-মোটো’ মামলা গ্রহণ করে শুনানী চালায় এবং উপযুক্ত তদন্ত পরিচালনা করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দায়িত্ব গ্রহণ করে। চার্জশিট জমা দিতে পারেনি। এই ঘটনায় সারা দেশের মানুষ স্তম্ভিত ও হতবাক।
এস ইউ সি আই (সি)-এর কেন্দ্রীয় কমিটি এরজন্য কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবাংলা সরকারের যোগসাজস রায়েছে বলে মন্তব্য করে এবং বিচারের বিড়ম্বনাকে ধিক্কার জানিয়ে আর জি কর কান্ডের ন্যায়বিচারের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে জনসাধারণের প্রতি আহ্বান জানায়। সাথে সাথে ১৪-ডিসেম্বর। কিন্তু ৯০-দিন পর কলকাতার শিয়ালহ আদালত আর জি কর কান্ডের প্রধান দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের জামিন মঞ্জুর করে। কারন সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। তারই অঙ্গ হিসাবে আজ আগরতলার বটতলায় দলের উদ্যোগে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়।
সভায় দাবি ওঠে: আর জি মেডিকেল কলেজের পিজিটি ‘অভয়া’-কে নৃশংষভাবে ধর্ষণ ও হত্যার ঘটনার ন্যায়বিচার দিতে। রাজনৈতিক প্রভাবাধীন সি বি আই-এর ভূমিকার ধিক্কার জানিয়ে এই বর্বরোচিত ঘটনার ন্যায়বিচারের দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। দাবিগুলির সমর্থনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সাংগঠনিক সম্পাদক অরুন ভৌমিক।