BRAKING NEWS

গভীর রাতে রহস্যজনক মৃত্যু যুবকের

আগরতলা, ১৪ ডিসেম্বর: গতকাল গভীর রাতে লরির পেছনে বাইক সহ রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা বাধারঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আমতলী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রিপন দেব। তার বাড়ি সিমনার সুন্দরটিলায়। কিন্তু সে ছোটবেলা থেকেই হাঁপানিয়া মধ্যপাড়া মামার বাড়িতে থাকেন। বাবা-মায়ের একমাত্র সন্তান রিপন। তিনি আরও বলেন, গতকাল রাত ২:৩০ টে নাগাদ খবর আসে বাধারঘাট এলাকায় রিপন দেব রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে। সাথে সাথে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে আমতলী থানার পুলিশ। কিন্তু কিভাবে তাঁর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি।

এদিকে, আমতলী থানার পুলিশ লরিটি আটক করলেও চালককে এখনও পায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকলকর্মীরা তাকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *