আগরতলা, ১৩ ডিসেম্বর : বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে কুমারঘাট- কমলপুর জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন রিয়াং জনজাতিরা। ওই দিন কমলপুর দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের অধীন শ্বেতরাই এডিসি ভিলেজের রিয়াং বস্তির জনজাতিরা পথ অবরোধ করে রাখেন। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ফটিকরায় থেকে পুলিশ বাহিনী এবং কমলপুর থেকে দুর্গা চৌমুহনী ব্লকের আধিকারিক এবং বিদ্যুত নিগমের কর্মকর্তারা। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন।
ঘটনার বিবরণে জনৈক অবরোধকারী বলেন, দীর্ঘ দিন ধরে কমলপুর দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের অধীন শ্বেতরাই এডিসি ভিলেজের রিয়াং বস্তির রাস্তা যাবত অচল হয়ে রয়েছে। পাশাপাশি ওই সব এলাকায় বিদ্যুত, পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। এতদিন বর্ষার মরশুমে জনজাতিরা ছড়ার জল পান করেছিলেন। কিন্তু এখন খরার মরশুমের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। অভিযোগ, এ বিষয়ে প্রসাশনের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাছাড়া, রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে পথ অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ফটিকরায় থেকে পুলিশ বাহিনী এবং কমলপুর থেকে দুর্গা চৌমুহনী ব্লকের আধিকারিক এবং বিদ্যুত নিগমের কর্মকর্তারা। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং তাঁরা আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা পথ অবরোধ প্রত্যাহার করেন।