নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): ভারত সরকার গত ১০ বছরে দেশের পরিকাঠামোগত উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নতুন দিল্লিতে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সিন্ধিয়া বলেছেন, উত্তর-পূর্ব রাজ্যগুলিতে সড়ক, রেলপথ এবং বিমান পরিকাঠামোর ব্যাপক অন্তর্ভুক্তির ফলে পরিকাঠামোর উন্নতির জন্য রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া বলেছেন, এই বছর সড়ক ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ ৭০ হাজার কোটি টাকা, যা ২০১৩-১৪ সালে ছিল ৩১ হাজার কোটি টাকা। সিন্ধিয়া জানিয়েছেন, জাতীয় হাইওয়ে নেটওয়ার্ক গত দশ বছরে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা এক লক্ষ ৪৬ কিলোমিটারেরও বেশি পৌঁছেছে। তিনি বলেন, দেশে প্রতিদিন ৩৭ দশমিক ৮ কিলোমিটার সড়ক তৈরি হচ্ছে।