দক্ষিণ দিনাজপুর, ১৩ ডিসেম্বর (হি.স.) : নিজের রাইফেলের গুলিতেই বিদ্ধ হলেন বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। বিএসএফ সূত্রে খবর, অসাবধানতায় রাইফেল চালিয়ে দিয়েছিলেন ওই জওয়ান।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জখম হওয়া ওই জওয়ানের নাম রাহুল সিংহ। তাঁর বয়স ২৪। বিএসএফের ১৭ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে রয়েছেন তিনি। কর্মরত ছিলেন হিলি সীমান্তের গোবিন্দপুর বিওপি-তে।
বাহিনী সূত্রে খবর, গোবিন্দপুর সীমান্তে পাহারা দেওয়ার সময় অসাবধানতায় গুলি পিছন দিক থেকে কোমরের উপর দিয়ে পেট ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। রাহুলকে প্রথমে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে খবর।
জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, ‘‘নিজের বন্দুক থেকে গুলি চলে আহত হয়েছেন বিএসএফ জওয়ান। খবরটা পেয়েছি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’’