BRAKING NEWS

(Update) প্রায় ২ বছর পর ১৫৬৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো টিআরবিটি

আগরতলা, ১২ ডিসেম্বর: প্রায় দুই বছর পর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অস্নাতক পদে এবং ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্নাতক পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করলো টিআরবিটি।

ওই বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেনি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৯৯টি অস্নাতক পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে ইউ আর পদে ৫৭১জন, এসসি পদে ১৮৭জন এবং এসটি ৩৪১জন। তাছাড়া, ষষ্ঠ শ্রেনি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৪৬৭টি স্নাতক পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে ইউ আর পদে ২৪৩জন, এসসি পদে ৭৯জন এবং এসটি ১৪৫জন।

আরও জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবে।

এদিকে, সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা বলেন, গুনগত শিক্ষাদানে সহায়ক ভূমিকা পালন করতে শিক্ষাঙ্গনে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার।

এই ধারাবাহিকতায় এবার একসাথে ১৫৬৬ জন অস্নাতক (১০৯৯) ও স্নাতক (৪৬৭) শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই মর্মে আজ টিআরবিটি কর্তৃক নোটিফিকেশন জারি করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস প্রশিক্ষিত যোগ্য যুবশক্তির কর্মসংস্থানের পাশাপাশি বিদ্যালয় শিক্ষাকে আরো সমৃদ্ধ করবে এই নিয়োগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *