নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। বৃহস্পতিবার প্রথমে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফড়নবিস। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ফড়নবিস এক্স মাধ্যমে জানান, “মূল্যবান সময়, দিকনির্দেশনা, আশীর্বাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। গত ১০ বছরে, আপনার সমর্থনে মহারাষ্ট্র প্রায় প্রতিটি ক্ষেত্রে এক নম্বরে রয়েছে এবং এখন আপনার নেতৃত্ব এবং নির্দেশনায় বিকাশের এই যাত্রাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।”
এরপর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেন ফড়নবিস। এ বিষয়ে রাজনাথ টুইট করে জানান, “আমি নিশ্চিত, মহারাষ্ট্রের উন্নয়ন যাত্রায় নতুন গতি প্রদান করবেন দেবেন্দ্র ফড়নবিস।” রাজনাথের হাতে গণেশের মূর্তি তুলে দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এছাড়াও বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেবেন্দ্র ফড়নবিস।