খোয়াই, ১১ ডিসেম্বর : খোয়াই বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা চালালো দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার গভীর রাতে বাইকে করে দুই যুবক খোয়াই বিজেপির ২৯ ও ২৫ নং বুথের সভাপতি বাড়িতে ইট পাটকেল ছোড়ে। আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন বুথ সভাপতি। দেখতে পান গেইটের সামনে থেকে দুই যুবক বাইকে করে পালিয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়। গভীর রাতে আরো একবার উনার বাড়িতে হামলা চালানো হয়। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে আসলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। খোয়াই বিজেপির বুথ কমিটির সভাপতি জানিয়েছেন এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও এধরনের ঘটনা সংঘটিত করা ওনার বাড়িতে। ঘটনায় অভিযোগের আঙ্গুল বিরোধী দলের দিকে।