BRAKING NEWS

৩ দফা দাবিতে আগামী ১৩ ডিসেম্বর যুব পদযাত্রার ডাক দিল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই

আগরতলা, ১১ ডিসেম্বর : বেকারদের কর্মসংস্থান রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলে, রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। আগামী ১৩ই ডিসেম্বর এই উদ্যোগে এক যুব পদযাত্রা অনুষ্ঠিত হবে রাজধানীর দুর্গা চৌমুহনীতে।

বুধবার সংগঠনের অফিসে সাংবাদিক সম্মেলন করে তাদের আন্দোলন কর্মসূচির কথা তুলে ধরেন,ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সভাপতি পলাশ ভৌমিক।তারা জানান,সাব্রুম থেকে ধর্মনগর প্রত্যেকটা এলাকার মানুষ, এই তিনটি সমস্যার মধ্যে কোন না কোন ভাবে জড়িত রয়েছে।আর রাজ্যের মন্ত্রীরা মানুষ কে বিভ্রান্ত আর প্রতারিত করে চলছে।বিদ্যাজ্যোতি প্রকল্পে শিক্ষক পদে নিয়োগ নিয়ে ২০২১ থেকে ২০২৪ অব্দি কেবল নিয়োগের নামে সাংবাদিক সম্মেলন করে প্রতারণা করা হচ্ছে।অথচ নিয়োগের উদ্যোগ নেই।শারীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই অবস্থা।টেট পরীক্ষা না হওয়া নিয়েও নেতারা ক্ষোভ প্রকাশ করেন,টিআরবিটি বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলেন।এসটিজিটির পরীক্ষা নেওয়ার পর এখন অব্দি ফলাফল ঘোষণা না করা নিয়েও,টিআরবিটির সমালোচনা করে,টিআরবিটির কর্তাদের মেরুদণ্ডহীন বলে আখ্যা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *