বুধবার থেকে শুরু সৈয়দ মুস্তাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনাল

কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.): সৈয়দ মুস্তাক আলী ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চূড়ান্ত পর্বে প্রবেশ করছে। যেখানে ৮টি দল অংশ নেবে। বুধবার থেকে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম এবং আলুর কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রদেশ, বরোদা, দিল্লি, বিদর্ভ এবং মুম্বই শীর্ষস্থানীয় হিসাবে গ্রুপ পর্ব শেষ করে এবং সরাসরি কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। সৌরাষ্ট্র লিগ পর্যায়ে সেরা দ্বিতীয় স্থান অধিকারী দল হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। বাংলা ও উত্তর প্রদেশ প্রাথমিক কোয়ার্টার ফাইনালে যথাক্রমে চণ্ডীগড় ও অন্ধ্রকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। ৪টি কোয়ার্টার ফাইনালের জয়ী দল শুক্রবার সেমি ফাইনাল খেলবে।

কোয়ার্টার ফাইনালের সময়সূচি:

**মধ্যপ্রদেশ বনাম সৌরাষ্ট্র – সকাল ৯টা

**বরোদা বনাম বাংলা – সকাল ১১:০০ টা

**মুম্বই বনাম বিদর্ভ – দুপুর দেড়টা

**দিল্লি বনাম উত্তর প্রদেশ – বিকেল সাড়ে ৪টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *