বড় ঘোষণা কেজরিওয়ালের, দিল্লির অটো চালকদের জন্য একগুচ্ছ খুশির বার্তা

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): দিল্লির অটো চালকদের জন্য বড় ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার কেজরিওয়াল ঘোষণা করেছেন, “আমি অটো চালকদের জন্য ৫টি বিষয় ঘোষণা করছি, যা আমরা ফেব্রুয়ারিতে আবারও দিল্লিতে ক্ষমতায় আসার পরে কার্যকর করব। প্রথমেই একজন অটোচালকের মেয়ের বিয়েতে এক লক্ষ টাকা দেব।”

কেজরিওয়াল আরও বলেন, “দীপাবলি এবং হোলিতে অটো চালকদের ইউনিফর্ম তৈরি করার জন্য প্রত্যেককে ২৫০০ টাকা দেওয়া হবে। আমরা প্রতিটি অটো-চালককে ১০ লক্ষ টাকা জীবন বিমা এবং ৫ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা দেব। অটো চালকদের সন্তানদের প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনার জন্য সরকার অর্থ দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *