বাইক ও টমটমের সংঘর্ষে আহত তিন

আগরতলা, ৯ ডিসেম্বর: বাইক ও টমটমের সংঘর্ষে আহত হয়েছে তিনজন। ওই ঘটনা সোনামুড়া -মেলাঘর সড়কের রাঙ্গামাটিয়া গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে সোনামুড়া রবীন্দ্রনগরের বাসিন্দা মহরম আলী তার টমটম গাড়িতে তিনজন যাত্রী নিয়ে মেলাঘরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মেলাঘর- সোনামুড়া সড়কে রাঙ্গামাটি গ্যাস গোডাউন এলাকায় আসামাত্র অপর দিক থেকে একটি বাইক গাড়িটিকে ধাক্কা মারে। তাতে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। ফলে, অল্পবিস্তর আহত হয়েছেন তাঁরা। এদিকে, ঘাতক বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।