আগরতলা, ৯ ডিসেম্বর : টেট, এসটিজিটি, এসটিপিজিটি নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবিতে শিক্ষা ভবনের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছে বেকার যুবক যুবতীরা। নিয়োগের দাবিতে টিআরবিটি’ র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করেন তাঁরা।
সাংবাদিকদের মুখোমখি হয় বিক্ষোভকারীরা বলেন, ২০২২ সালে টেট, এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। ২ বছর অতিক্রান্ত হওয়ার পর নতুনভাবে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। একাধিকবার মুখ্যমন্ত্রী ও টিআরবিটির দ্বারস্থ হয়েও এই বিষয়ে কোন সঠিক জবাব মিলছে না। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে।
তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ও এডিসি প্রশাসনের নিকট নিয়োগ সম্পর্কে জানতে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায় নি। তাই আজ আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সিটি সেন্টারের সামনে প্লে -কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতীরা।
প্রসঙ্গত, টিআরবিটি’ র চেয়ারম্যান ড. প্রত্যুষ রঞ্জন দেবের সাথে সাক্ষাৎ করা এবং ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে আজ শিক্ষা ভবনের সম্মুখে জড়ো হয় রাজ্যের বেশ কিছু বেকার যুবক যুবতীরা।
রাজ্যের বেকার যুবক যুবতীদের অনেকেই বি. এড বা ডিএলএড উত্তীর্ণ। ক্রমে রাজ্যে বি. এড উত্তীর্ণদের সংখ্যা বাড়ছে। কিন্তু টেট, এসটিজিটি, এসটিপিজিটি এর মত কোনো নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে না। ফলে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। তাই বিক্ষোভকারীদের দাবি, চলতি মাসের মধ্যেই টেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক।

