লখনউ, ৭ ডিসেম্বর (হি.স.): সংসদে বিরোধীদের ভূমিকায় হতাশা ব্যক্ত করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রধান মায়াবতী। একইসঙ্গে মুসলিমদেরও সতর্ক করলেন তিনি। শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, “সংসদে বিরোধী দল দেশ ও জনস্বার্থের বিষয় তুলে ধরছে না। নিজেদের রাজনৈতিক স্বার্থে, বিশেষ করে সপা এবং কংগ্রেস সম্ভলের হিংসার অজুহাতে মুসলিম ভোটারদের খুশি করার চেষ্টা করছে। অন্যান্য সমস্যার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। শুধু তাই নয়, এই দলগুলি সম্ভলে মুসলিম সম্প্রদায়কে নিজেদের মধ্যে লড়তে বাধ্য করছে। মুসলিম সম্প্রদায়কেও সতর্ক থাকতে হবে।”
2024-12-07

