আগরতলা, ৭ ডিসেম্বর: আবারো রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানা এলাকার মেলাপাথর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এ বিষয়ে তেলিয়ামুড়া জি.আর.পি থানার কর্তব্যরত পুলিশ অফিসার প্রিয়তোষ শীল জানান, শুক্রবার সন্ধা রাতে তেলিয়ামুড়া জি.আর.পি থানার পুলিশের কাছে খবর আসে মেলাপাথর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রেলের নিচে কাঁটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। যথারীতি খবর পাওয়া মাত্রই তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রত্যক্ষ করতে পারে রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জি.আর.পি পুলিশ তাদের তদন্ত শুরু করে এবং মৃতদেহটি ঘটনাস্থল থেকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। এখনো পর্যন্ত মৃতের নাম পরিচয় কিছুই জানা যায়নি।