আগরতলা, ৫ ডিসেম্বর : আজ সকালে সাব্রুমগামী ডেমুতে বিদ্যুত পরিবাহী তার পেঁচিয়ে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ওই পরিবাহী তারে বিদ্যুৎ সংযোগ না থাকায় ভয়াবহ বিপদ থেকে অল্পেতে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে সাব্রুমগামী ডেমু ট্রেন আগরতলা স্টেশন থেকে কিছুটা দূরে মধুবন এলাকায় যাওর পর একটি বিদ্যুত পরিবাহী তার ট্রেনের বগির সাথে পেঁচিয়ে যায়। তারটি কিভাবে ট্রেনে এসে পেঁচিয়ে গেছে তা সঠিকভাবে বলতে পারছেন না কেউই।
ট্রেনের কামরায় থাকা লোকজন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু কারো কোনো ক্ষতি হয়েছে বলে জানা যায়নি।
এদিকে, ওই পরিবাহী তারে বিদ্যুৎ সংযোগ ছিল না বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ট্রেনের কামরায় এভাবে বিদ্যুত পরিবাহী তার জড়িয়ে পড়ায় অনেক বড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। অল্পেতে রক্ষা পেয়েছে যাত্রীরা। জানা গেছে, রেলের বৈদ্যুতিকরণে ওই পরিবাহী তার লাগানো হয়েছে।