BRAKING NEWS

সম্ভল যাওয়ার পথে আটকে দেওয়া হল রাহুল ও প্রিয়াঙ্কাকে, গাজীপুর সীমানায় আঁটোসাঁটো নিরাপত্তা

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সম্ভলে যাওয়ার পথে আটকে দেওয়া হল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। বুধবার সকালে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে ওপর গাজীপুর সীমানায় আটকে দেওয়া হয় রাহুল ও প্রিয়াঙ্কাকে। পুলিশ তাঁদের সম্ভলে যেতে বারণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বুধবার সকাল থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। রাহুল ও প্রিয়াঙ্কা এবং অন্যান্য কংগ্রেস নেতারা গাজীপুর সীমানায় পৌঁছলে পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা যায় কংগ্রেস নেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *