ধর্মনগর, ৪ ডিসেম্বর : বুধবার একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে দুদিনের জন্য উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে আসেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে মন্ত্রী সুধাংশুর অধীনস্থ তিন দপ্তরের সকল আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, তিন দপ্তরের অধিকর্তা, উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ সহ অন্যান্য আধিকারিকরা।
বৈঠকে সম্পর্কে মন্ত্রী সুধাংশু দাস বলেন, আয়োজিত এই বৈঠকের মূল উদ্দেশ্য হল রাজ্য ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই জেলার জন্য বরাদ্দ করা প্রজেক্টগুলোর কাজে কতটা অগ্রগতি হয়েছে, তা যাচাই করার। পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরে সাধারণ জনগন এই প্রকল্পের মাধ্যমে কতটুকু লাভবান হয়েছেন এই নিরিখে আলোচনা করা। যেসব কাজে ঘাটতি রয়েছে সেই কাজগুলো সঠিক উপায়ে সম্পন্ন করারও বিষয়ের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, উত্তর ত্রিপুরা জেলায় দুই দিনের কর্মসূচি রয়েছে। বুধবার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং পরের দিন ফিল্ড ভিজিটের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হবে।