BRAKING NEWS

বিক্ষোভের জেরে পিছু হটলেন ইওল, সামরিক আইন প্রত্যাহার দক্ষিণ কোরিয়ায়

সিওল, ৪ ডিসেম্বর (হি.স.): দেশ জুড়ে বিক্ষোভ আর চাপের মুখে পড়ে সামরিক আইনের (মার্শাল ল) বিষয়ে পিছু হটল দক্ষিণ কোরিয়ার সরকার। কার্যকর করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার হল সামরিক আইন। মঙ্গলবার সামরিক আইন চালু করার কথা ঘোষণা করেন সে দেশের প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। তার পরই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ, প্রতিবাদের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় ইওলের সরকার।

অবশেষে দক্ষিণ কোরিয়া সরকার দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনের জেরে সামরিক আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সেদেশের রাষ্ট্রপতি সামরিক আইন চালু করার কথা ঘোষণা করেন। এর ব্যাখ্যা হিসাবে তিনি বলেন, উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন-এর মদতে বিরোধীরা ক্ষমতা দখলের চেষ্টা করছে। দেশকে কমিউনিস্ট আগ্রাসন থেকে সুরক্ষা দিতে এবং দেশে রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূল করতেই এই আইন জারি করা হচ্ছে। তাঁর ভাষণের পরই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। হাজার হাজার মানুষের জমায়েতে অশান্ত হয়ে ওঠে অ্যাসেম্বলি ভবন চত্বর। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়। সামরিক আইন প্রত্যাহারের পক্ষে ভোট দেন তিনশো সদস্যের মধ্যে ১৯০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *