নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্র ও হরিয়ানায় সততার সঙ্গে জেতেনি বিজেপি। বুধবার দিল্লি বিধানসভায় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, “তাঁরা (বিজেপি) দিল্লিতে ব্যাপক হারে ভোট কাটার ষড়যন্ত্র শুরু করেছে, আমার কাছে প্রমাণ ও সাক্ষী আছে। ২ দিন অপেক্ষা করুন, আমি সব প্রকাশ করব। আমি দেশকে বলব মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনে আপনারা (বিজেপি) কীভাবে জিতেছেন। আপনারা সততার সঙ্গে নির্বাচনে জিততে পারেননি।”
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, আমাকে চাপ দেওয়া হয়েছিল দিল্লির বিদ্যুৎ সংস্থাগুলি আদানির হাতে তুলে দেওয়ার জন্য। আমি যখন প্রত্যাখ্যান করি, তখন আমি ভাবছিলাম যে এই কারণেই হয়তো আমাকে জেলে পাঠানো হয়েছে। বিজেপির কাছে আমার চ্যালেঞ্জ হল, তারা ঘোষণা করুক যে তারা ক্ষমতায় এলে তারা বিদ্যুৎ সংস্থাগুলো আদানির হাতে তুলে দেবে না।”