BRAKING NEWS

জামিনের দাবি করে সুপ্রিম কোর্টে বিচারপতির ভর্ৎসনার মুখে প্রাক্তন মন্ত্রী পার্থ

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): জামিন পেতে মরিয়া নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম করে তাঁর প্রশ্ন, “অর্পিতা জামিন পেলে আমি পাব না কেন?” প্রয়োজনে বাংলা ছাড়তেও রাজি বলে জানালেন তিনি।

পালটা রীতিমতো ভর্ৎসনা করলেন বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, “আপনি মন্ত্রী ছিলেন, সবাই নন। ফলে আপনার দপ্তরে কী হচ্ছে, তার দায় আপনার উপর বর্তায়।” এর পরই বিচারপতি বললেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত কীভাবে প্রভাবিত করতে পারেন, তা আগে খতিয়ে দেখতে হবে।

কার্যত ভর্ৎসনা করেন বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, যারা গ্রেফতার হয়েছেন ও জামিন পেয়েছেন তাঁরা কেউ মন্ত্রী ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। আপনার দফতরে কী হচ্ছে, সেটা আপনার জানার কথা। আর শুধু অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে নয়, একাধিক সংস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের টাকা ছিল বলে তথ্য মিলেছে। এর পরই বিচারপতি বলেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত কীভাবে প্রভাবিত করতে পারেন, তা আগে খতিয়ে দেখতে হবে।

২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থবাবু। তার পর বহুবার জামিনের আর্জি জানিয়েও লাভ হয়নি। এদিকে অর্পিতা মুখোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ দুর্নীতি মামলায় ধৃত একাধিক ব্যক্তি জামিন পেয়েছেন।

বুধবার সুপ্রিম কোর্টে তাঁদের প্রসঙ্গ তুলে ধরেই জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগী। বলেন, “টাকা উদ্ধার হয়েছে যেখানে তার সঙ্গে পার্থর কোনও সম্পর্ক নেই। ওই ঠিকানার মালিকও তিনি নন। এদিকে অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন পাবেন না?” পাশাপাশি জামিন পেলে প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় বাংলা ছাড়তেও রাজি বলে জানিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *