নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নাড্ডার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন মোদী। প্রধানমন্ত্রী মোদী সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা জিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি বছরের পর বছর ধরে নাড্ডা জিকে জানি এবং আমাদের দলে তাঁর অসাধারণ অবদান দেখেছি।”
প্রধানমন্ত্রী মোদী এক্স-এ আরও লিখেছেন, “জে পি নাড্ডা প্রতিটি সাংগঠনিক, আইনসভা এবং কার্যনির্বাহী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তিনি একটি সুস্থ ভারত নিশ্চিত করার প্রচেষ্টার অগ্রভাগে রয়েছেন। তাঁর দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।”