সাব্রুম, ৩০ নভেম্বর : কল্যাণ নগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ও শিক্ষিকা বদলির প্রতিবাদে পথ অবরোধ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার ব্যস্ততম সড়ক অবরোধ করায় যাত্রীবাহী বেশ কিছু গাড়ি আটকা পড়ে যায়। অবশেষে এলাকার এক বিজেপি নেতার রক্ত চক্ষুর ভয়ে ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয়।
শনিবার সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার রাস্তা বেলা সাড়ে ১১ টা থেকে কল্যাণ নগর উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা তাদের স্কুলের এক শিক্ষিকা বদলি ও শিক্ষক স্বল্পতার সমস্যা দূর করতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে অবরোধ করতে বসে। তখন সেখানে এলাকার এক নব্য বিজেপি নেতা দীপক পাল উপস্থিত হন। তিনি স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যানের পাশাপাশি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মেম্বারও। পথ অবরোধে বসা ছাত্র-ছাত্রীদের প্রকাশ্যে হুমকি গালিগালাজ করেন তিনি।
বিজেপি নেতা দীপক পাল ছাত্রদের ধমক দিয়ে জিজ্ঞেস করেন, কেন তারা পথ অবরোধে বসেছে এবং কার অনুমতিতে বসেছে। অবশেষে এই বিজেপি নেতার রক্ত চক্ষুর ভয়ে স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয়।
এই ঘটনা সংগঠিত হয় পুলিশের উপস্থিতিতে। ২০১৮ নির্বাচনের পর বিজেপিতে যোগদানকারী এই বিজেপি নেতা নিজেকে অতি সক্রিয় দেখাতে গিয়ে ছাত্র-ছাত্রীদের প্রকাশ্য দিবালোকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় উপস্থিত সকলেই হতচকিত।