ডোপিংয়ের দায়ে একমাসের নিষেধাজ্ঞা টেনিস তারকা সিয়াটেককে 

ওয়ারশ, ২৯ নভেম্বর (হি.স.): টেনিসে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিয়াটেক ডোপিং টেস্টে পজিটিভ হয়ে নিষেধাজ্ঞার শাস্তি পেলেন। তাঁকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়ার কথা বৃহস্পতিবার জানায় ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।

গত আগস্টে নেওয়া তাঁর নমুনা পরীক্ষায় নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন (পিএমজেড) পাওয়া গেছে। ওই সময়ে ডব্লিউটিএ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন এই পোলিশ তারকা। পোল্যান্ডে তৈরি হওয়া এই ওষুধ জেট ল্যাগ দূর করতে এবং ঘুমের সমস্যার কারণে নিয়েছিলেন সিয়াটেক। নিজের ভুল বুঝতে পেরে তিনি নিজেই শাস্তি মেনে নিয়েছেন।