আগরতলা, ২৮ নভেম্বর : স্বর্ণ পরিমাপক যন্ত্রে গরমিলের অভিযোগে রাজধানীর তিনটি জুয়েলারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল ওজন ও পরিমাপ দফতরের আধিকারিকরা। রাজধানীর স্বর্ণকমল জুয়েলার্স, এমপিপি জুয়েলার্স এবং শ্যামসুন্দর কোং জুয়েলার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওজন ও পরিমাপ দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, রাজধানীর জুয়েলারিগুলিতে সঠিক ওজন পরিমাপক যন্ত্র দ্বারা স্বর্ণ পরিমাপ করা হচ্ছে কিনা সেটি দেখতেই এদিন অভিযান চালানো হয়েছে। তারমধ্যে তিনটি দোকানে তারা স্বর্ণ পরিমাপক যন্ত্রে গরমিল খুঁজে পেয়েছেন। মূলত যন্ত্রগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। ফলে এর ওজনে তারতম্য লক্ষ্য করা যায়। তাই প্রতিনিয়ত ওজন পরিমাপক যন্ত্রগুলিকে যাচাই করা প্রয়োজন। তাই যেসকল মেশিনে এধরনের গরমিল রয়েছে সেই জুয়েলার্সগুলির বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পরিমাপক যন্ত্রগুলো যাচাইয়ের পর তাদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন আধিকারিক। তবে স্বর্ণ পরিমাপক যন্ত্রে এধরনের গরমিলের ফলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না।