BRAKING NEWS

বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে সনাতনী সমাজের মিছিল ঘিরে উত্তেজনা, আহত পুলিশকর্মী

কলকাতা, ২৮ নভেম্বর (হি. স.) : চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছে হিন্দু সংগঠনগুলি। বৃহস্পতিবার শিয়ালদা থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড ধরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ভেঙে দেওয়া হয় ব্যারিকেড। ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী।

এদিন বেকবাগানের কাছে পুলিশ মিছিল আটকাতে ব্যারিকেড দিয়ে দেয়। এদিকে মিছিলে অংশগ্রহণকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরই বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বলে অভিযোগ। তাতে এক পুলিশকর্মী আহত হন। ব্যারিকেডের নীচে চাপা পড়ে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে পুলিশের বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ধুন্ধুমার বাধে পুলিশের।

এদিন প্রতিবাদে নেমেছে কলকাতার ইসকন কর্তৃপক্ষও। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এদিন বাংলাদেশের পুলিশ ও সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই উত্তাল রয়েছে ওপার বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *