আগরতলা, ২৮ নভেম্বর : বাংলাদেশ সরকার মানবিকতাকে হার মানাচ্ছে এবং মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আলকায়দা জঙ্গি দেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি হরিনামের মধ্য দিয়ে মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ানোর চেষ্টা করছিলেন, তাঁদের মতো সাধুসন্তদের নির্মমভাবে মারা হচ্ছে। সনাতন ধর্মের রক্ষকদের গ্রেপ্তার করছে ওই দেশের সরকার। এভাবে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সুর চড়িয়েছেন মন্ত্রী সুধাংশু দাস।
সুধাংশু বলেন, মনে হচ্ছে একটি পশুর সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। বাংলাদেশের জনগণ এক একটা রাত্রে আতঙ্কে কাটাচ্ছে। নিত্যদিন তাঁদের সরকারের বর্বরতার শিকার হতে হচ্ছে। মৌলবাদী হিন্দুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। কখনও তাঁদের বাড়িতে লুটপাট করছে, আবার কখনো হিন্দু মেয়ে বা মহিলাদের ধর্ষণ করেছে, হত্যা করছে; যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ সরকারের ন্যক্কারজনক পরিচালনাকে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমাদের রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও পরম্পরা আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। আমাদের দেশ একমাত্র দেশ যেখানে ভিন্ন ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সনাতন বিচারধারার অধিক সংখ্যায় থাকায় এর কারণ। আমাদের বিচার ধারা এমন বিচার ধারা যা সকলের মঙ্গল কামনা করে।
তবে কমিউনিজমের বিচার ধারা, জেহাদি বিচারধারা, মৌলবাদী বিচারধারা আমাদের দেশ তথা রাজ্যেও রয়েছে। এর থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে উঠতে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। নয়তো আমাদের দেশ বাংলাদেশে পরিণত হবে।