আগরতলা, ২৮ নভেম্বর : বাংলাদেশে চলমান অস্থিরতাকে সনাতন ধর্মের উপর চরম আঘাত বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন আমরা কারোর ধর্মে আঘাত আনতে চাই না। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ধর্মের উপর চরম আঘাত নামিয়ে আনা হচ্ছে। ইসকন মিশনের এক প্রভুকে গ্রেফতার করে আটকে রাখা হয়েছে। এ ধরনের কার্যকলাপ সনাতন ধর্মের উপর চরম আঘাত।
পর্যটন মন্ত্রী বলেন সনাতন ধর্ম কখনো কাউকে আঘাত করে না। সনাতন ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম হিংসা করতে শেখায় না। সনাতন ধর্ম শিক্ষা দেয় ভালোবাসার, প্রেমের এবং আত্মীয়তার। সেই দিশা নিয়েই সরকার কাজ করে চলেছে বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
বৃহস্পতিবার লেইকচৌমুহনী বাজারে হরিনাম সংকীর্তনের শেষ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ একথা বলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। লেইক চৌমুহনী বাজারের ঐতিহ্যবাহী ৫৮তম হরিনাম সংকীর্তনকে শান্তি সম্প্রীতি বজায় রাখার একটি অন্যতম মাধ্যম বলে উল্লেখ করেন।