আগরতলা, ২৮ নভেম্বর: জনজাতিদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজ ২৯ কৃষ্ণপুর মন্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভাতে একথা বলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
এদিন তিনি বলেন, গোটা রাজ্যে জনজাতি এলাকায় বসবাসকারী জনজাতি মানুষদের উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশিকায় রূপরেখা করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র চাকমাঘাট এলাকায় জনজাতি অংশের মানুষজনদের নিয়ে ঐতিহাসিক জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে মন্ডল কার্যালয়ে জনজাতি মোর্চার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই সভায় জনজাতি মোর্চার নেতৃত্বরা আলোচনায় অংশগ্রহণ করেন।
সভাতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি অংশের মানুষদের নিয়ে বিরোধী দলগুলি চক্রান্ত করছে। জনজাতি এলাকাগুলির মধ্যে উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করে চলেছে। জনজাতির এলাকাগুলির উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলগুলি।তাঁর কথায়, জনজাতি এলাকাগুলির মানুষকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য গোটা রাজ্যের জনজাতি মানুষদের নিয়ে জনসভা সংঘটিত হতে চলছে।