BRAKING NEWS

বিরোধীরা গাজা-ইরাক নিয়ে ব্যস্ত, বাংলাদেশ ইস্যুতে তাঁরা কিছু বলবেন না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ নভেম্বর : বিরোধীরা গাজা, ইরাকে পরিস্থিতি বিগড়ালে রাস্তায় নেমে আন্দোলনে সোচ্চার হন। কিন্তু বাংলাদেশে চলমান অস্থিরতার বিষয়ে তাঁরা মৌনব্রত পালন করছেন। তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিরোধীদের ভূমিকায় এভাবেই অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, আর্ন্তজাতিক এই সমস্যার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বরা নজর রেখেছেন। সেদেশের সংখ্যালঘুরা যেন নিরাপদে থাকতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি পুলিশের ডিজি’র সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। যেকোনো ধরনের অনুপ্রবেশ এড়াতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা মোতায়েন রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

বিরোধীদের সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অস্থিরতা নিয়ে বিরোধীরা কিছুই বলছেন না। তাঁরা গাজা, ইরাকের সমস্যা নিয়ে ব্যস্ত। সেখানে কিছু হলে তাঁরা প্রতিবাদে রাস্তায় নামেন। কিন্তু বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে তাঁরা কিছু বলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *