আমবাসা, ২৮ নভেম্বর : রাস্তার দাবিতে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিল দেখালো এলাকাবাসী। ঘটনা আমবাসা ব্লকের জগন্নাথপুর ভিলেজের সুরেন্দ্র রিয়াং পাড়ায়।
বৃহস্পতিবার সুরেন্দ্র রিয়াং পাড়ার স্থানীয় জনগণ জানতে পারে যে তাদের এলাকায় ১০০ মিটার ড্রেইন মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু এলাকাবাসীদের দাবি ছিলো জগন্নাথপুর গ্রামের সুরেন্দ্র রিয়াং পাড়া ১ নং ওয়ার্ডের রাস্তা ব্রিক সলিং এবং ড্রেইন নির্মাণ করার। এখনো বকেয়া আধা কিমি রাস্তা এবং ড্রেইন নির্মাণ কাজ হয়নি। এ ব্যাপারে স্থানীয় লোকজন আমবাসা ব্লকে লিখিতভাবে জানান। এলাকাবাসীর দাবি ছিলো এই রাস্তা ব্রিক সলিং এবং ড্রেইনের কাজ হলে আধা কিমি রাস্তা এক সাথে কাজ করতে হবে। কিন্তু এলাকাবাসীরা দেখতে পায় ১০০ মিটার ড্রেইন মেরামতের কাজ শুরু হয়। তাই আজ এলাকাবাসীরা কাজ বন্ধ করে দেয়। অভিযোগ বর্ষার মরশুমে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীদের।এলাকায় নদীর ভাঙ্গনের ফলে রাস্তা নদী গর্বে চলে যাচ্ছে।