আগরতলা, ২৮ নভেম্বর: হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে
উত্তর ত্রিপুরা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ইয়াকুবনগর ও জলাবাজার এলাকায় হিন্দু সেনার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। মূলত ওই এালাকা থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য রপ্তানি কার্যক্রম চালানো হয়।
উত্তর জেলা হিন্দু সেনার সভাপতি অভিনাশ দাস জানান, গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের ক্ষমতা পুনর্গঠন হয়েছে। কিন্তু সেখানকার হিন্দু, বৌদ্ধ, এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপর অত্যাচার, ধর্মান্তকরণ, এবং ধর্ষণের মতো অমানবিক নির্যাতন চলছে। আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতির কারণে এতদিন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বড় কোনো বিক্ষোভ করা হয়নি। তবে বর্তমানে পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে।
গত ২৫ তারিখ বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে এবং এখনো তাকে মুক্তি দেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হয়, তাহলে হিন্দু সেনার বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। বিক্ষোভকারীরা সীমান্ত এলাকা থেকে তাদের দাবির সাপক্ষে জোরালো আওয়াজ তুলেছেন।