BRAKING NEWS

সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন, উত্তেজনা তুঙ্গে

কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.): শুক্রবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

৪ বছর আগে তৎকালীন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়কে ধর্মতলার একটি তারকাখচিত হোটেলে আয়োজিত নির্বাচনে হারিয়েছিলেন তাঁর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়।

চার বছর আগে দুভাইয়ের প্রশাসনিক শীর্ষপদে বসা নিয়ে উত্তপ্ত হয়েছিল ময়দান। দুই বন্দ্যোপাধ্যায় ছিলেন মুখ্যমন্ত্রীর দাদা ও ভাই। ফলে রাজ্য অলিম্পিক ক্রীড়া সংস্থার নির্বাচনে দুভাইয়ের লড়াইয়ে অস্বস্তিতে পড়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবার। বহু চেষ্টা করে ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে বড় ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে না দাঁড়ানোর অনুরোধ করা সত্ত্বেও তিনি শোনেননি ।

এবার অলিম্পিক অ্যাসোসিয়েশনে আর দুভাইয়ের লড়াই নয়, প্রতিপক্ষের মুখ পরিবর্তন হয়েছে। বর্তমান বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কোনঠাসা করতে আসরে নেমেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তা তিনি করছেন রাজ্যের শাসকদলের নির্দেশ অনুসারে।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী বকলমে যে প্রার্থী দিয়েছেন তিনি হলেন রোয়িংয়ের চন্দন রায়চৌধুরী। তিনি সভাপতি পদে দাঁড়াচ্ছেন । আর সহ-সভাপতি পদে বিশ্বরূপ দে । সচিব পদে জহর দাস রয়েছেন ।

বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিশ্বরূপ দে বলেছেন,” তিনি দলের নির্দেশ দাঁড়িয়েছেন। অতীতে সিএবি নির্বাচন এবং আইএফএ নির্বাচনেও দলের নির্দেশ মত চলেছিলেন ৷ এবারও সেইভাবেই চলবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *