BRAKING NEWS

রাষ্ট্রের প্রতি সমর্পণের ভাবনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক পটভূমিতে কাজ করে ভারতীয় জনতা যুব মোর্চা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ নভেম্বর : রাষ্ট্রের প্রতি সমর্পণের ভাবনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক পটভূমিতে কাজ করে ভারতীয় জনতা যুব মোর্চা। আজ নমো যুব যাত্রার শেষ দিনে অনুষ্ঠিত সুবিশাল সমাপনী সমাবেশে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান ভিত্তি আমাদের এই যুব শক্তি। সারা রাজ্যে নমো যুব যাত্রার ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। তিনি এই উদ্যোগের জন্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবকে ধন্যবাদের জানিয়েছেন। নেশা মুক্ত ত্রিপুরা গড়তে রাজ্যের সব যুবাদের এগিয়ে আসতে হবে। তাঁর কথায় , বিগত সরকার বহু মানুষের জীবন নষ্ট করেছে। এখনো সময় আছে বিজেপির সদ্যসতা অভিযানে অংশগ্রহণ করে নিজেদের জীবনকে বাঁচিয়ে নিন। কারণ, বামগ্রেসের কোনো ভবিষৎ নেই। বামগ্রেসের ফাঁদে পা না দিতে রাজ্যবাসীকে সতর্ক করেন তিনি।

এদিন তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সমাজকে পরিবর্তন করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান ভিত্তি আমাদের এই যুব শক্তি।

তাঁর কটাক্ষ, উশৃঙ্খলতার পার্টির নাম কংগ্রেস। তাঁরা শৃঙ্খলের সাথে উশৃঙ্খল চালায়। আরেকটি বামফ্রন্টের পার্টি হল খুন সন্ত্রাসের পার্টি। কিছু দিন ধরে বিরোধীরা দাবি করছেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই। এর বিরুদ্ধে রাজ্যবাসীকে রাস্তায় নেমে লড়াই করার কথা বলছেন তাঁরা। কিন্তু তাঁরা রাস্তায় নামতে নামতে তাঁদের অবস্থা খারাপ হয়ে পড়েছে। তাঁরা নোটার সাথে নির্বাচনে লড়াই করছে। তিনি জনগণকে সাবধান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *