ঢাকা, ২৮ নভেম্বর (হি. স.) : বাংলাদেশের হাইকোর্টে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মামলা করা হয়েছিল । বৃহস্পতিবার আদালতে খারিজ হয়ে গেল সেই মামলা। ইসকনের উপর নিষেধাজ্ঞা নিয়ে কোনও আদেশ দিতে অস্বীকার করেছে হাইকোর্ট।
বুধবারই বাংলাদেশের এক আইনজীবী মনিরুজ্জামান বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকনকে নিষিদ্ধের দাবিতে রিট পিটিশন দাখিল করেছিলেন। কিন্তু এদিন শুনানি চলাকালীন তা খারিজ করে আদালত জানায়, স্বতঃপ্রণোদিত হয়ে তাঁরা ইসকন নিয়ে কোনও নির্দেশ দেবেন না। আদালতের বক্তব্য, চট্টগ্রামে ইসকনের সমাবেশে এবং অন্যান্য হিংসাত্মক ঘটনার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সেকারণেই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে না। তবে ইসকনের বর্তমান কার্যকলাপ নিয়ে কী ব্যবস্থা নিয়েছে সরকার, সে বিষয়েও আদালতকে জানাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় প্রভুর গ্রেফতারিকে কেন্দ্র করে বাংলাদেশে বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। এমনকি তাঁর জামিন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপরই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রামের আদালতে চত্বরে। জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃত্যু হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের। এরপরই ইসকন নিষিদ্ধ করার দাবিতে মামলা হয় বাংলাদেশের আদালতে। তবে এখনই ইসকন নিষিদ্ধ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হল আদালতের তরফে।