আগরতলা, ২৮ নভেম্বর: শ্রীভূমির প্যাটেলনগরে ১৯ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ৩ নেশাকারবারি। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বিলাসী বহুল গাড়ি। সর্বনাশা নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে শ্রীভুমি জেলা পুলিশ।
এমর্মে বুধবার গোপন এক সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ থানার পুলিশ প্যাটেলনগর আসাম-ত্রিপুরা আট নং জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়া দুটি বিলাসবহুল গাড়ি থেকে পচাত্তর হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় শ্রীভূমি জেলা পুলিশ। উক্ত অভিযানে পাচারের সঙ্গে ব্যবহৃত এএস০২- এইচ- ০১১৯ ও এএস০১ – এফএক্স – ৩৮৬২ নম্বরের গাড়ি দুটোকেও আটক করে পুলিশ। ধৃতরা হল হোসেন আহমদ, নাজিম উদ্দিন ও আব্দুলা খয়ের। উভয়ের বাড়ি কাছাড় জেলায়।
প্রাপ্ত তথ্য মতে, এদিন সকালে শ্রীভুমি জেলা পুলিশ সুপার পার্থপ্ৰতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল আসাম-ত্রিপুরা ৮নং জাতীয় সড়কে ওৎপেতে বসে থাকে। এক সময় উক্ত রাস্তা ধরে মিজোরাম থেকে বিলাসবহুল দুটি গাড়ি পাথারকান্দি অভিমুখে আসার পথে গাড়ি দুটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে পৃথক পৃথক ভাবে ৭৫ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। যার কালোবাজারী মুল্য প্রায় উনিশ কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক জেরায় ধৃতরা জানায় যে তারা ড্রাগসগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে পাথারকান্দিতে নিয়ে যাবার কথা ছিল। বর্তমানে ধৃতদের সদর থানায় আটকে রেখে টানা জেরা করছে জেলা পুলিশ।