আগরতলা, ২৮ নভেম্বর : ফ্রেডরিক এঙ্গেলস মানব জাতির ইতিহাসে অন্যতম উচ্চারিত একটি নাম। তাই তাঁর ২০৫ তম জন্মদিনে আজ তাঁকে আমরা স্মরণ করেছি। আগামীদিনে কার্ল মার্কসের সাথে ফ্রেডরিখ এঙ্গেলসের সৃষ্ট মার্কসবাদকে সমাজে কার্যকরী করার চেষ্টা অব্যাহত থাকবে। এমনটাই বক্তব্য সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর।
প্রসঙ্গত, ফ্রেডরিক এঙ্গেলস ছিলেন একজন জার্মান দার্শনিক, লেখক এবং সমাজ বিজ্ঞানী। তিনি মার্কসের সাথে মার্কসবাদের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত। রাজধানীর মেলারমাঠ স্থিত ত্রিপুরা সিপিআইএম রাজ্য দপ্তরে মহান দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলসের ২০৫ তম জন্মদিন পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ সিপিআইএম নেতৃত্বরা।
জিতেন্দ্র চৌধুরী বলেন, ফ্রেডরিখ এঙ্গেলস এবং কার্ল মার্কস মিলে একাধিক খণ্ডে ‘দাস ক্যাপিটাল’ নামক বই রচনা করেন। এই বই মানব জীবনের ইতিহাস বিবর্তনের, শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলিল। এই দলিলে উল্লেখ করা আদর্শ পুঁজিবাদকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। তাই আমাদের সমাজের সকল অংশের জনগণকে এই আদর্শ মেনে চলার উচিত।