নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সংবিধান দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অভিযোগ, রাহুল গান্ধীর বক্তৃতার সময় বিদ্যুৎ বিভ্রাট হয়, বন্ধ হয়ে যায় তাঁর মাইক। এরপরই ক্ষোভে ফেটে পড়েন রাহুল গান্ধী। তিনি বলেছেন, “এই দেশে গত ৩,০০০ বছর ধরে দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী, গরীবদের নিয়ে যেই কথা বলে, তাঁরই মাইক বন্ধ হয়ে যায়। মাইক বন্ধ হয়ে গেলে, অনেক মানুষ এসে আমাকে বসতে বলেন। আমি বললাম, আমি বসব না, দাঁড়িয়ে থাকবো,।”
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আরো বলেছেন, “আপনারা যত খুশি মাইক বন্ধ করুন, আমি যা চাই তাই বলব। এখানে রোহিত ভেমুলার ছবি পিছনে রয়েছে, তিনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তার কণ্ঠস্বর কেড়ে নেওয়া হয়েছিল।”