BRAKING NEWS

সংবিধান নিয়ে সংসদে দুই দিনের আলোচনা হওয়া উচিত : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): সংবিধান নিয়ে সংসদে দুই দিনের আলোচনা হওয়া উচিত। এমনটাই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানিয়েছেন, সংসদে সংবিধান নিয়ে দুই দিনের আলোচনা চেয়ে লোকসভার অধ্যক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছেন রাহুল গান্ধী এবং তিনি নিজে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে লিখিতভাবে জানিয়েছেন।

সংবিধান দিবস উদযাপন প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “সংবিধান দিবস আগেও যেমন পালিত হতো, এখনও পালিত হচ্ছে এবং আমরা চাই, এটা নিয়ে দু’দিনের আলোচনা হোক যাতে মানুষ সংবিধানের গুরুত্ব, নিজেদের মৌলিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সাম্য সম্পর্কে জানতে পারে। আমরা সংসদের মাধ্যমে জনগণকে এসব বিষয় ব্যাখ্যা করতে পারি, এজন্য আমরা চিঠি দিয়েছি এবং সংসদে দুই দিনের আলোচনার দাবিও জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *