তেলিয়ামুড়া, ২৬ নভেম্বর : বনদপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে বাজার নির্মাণ’কে কেন্দ্র করে উত্তপ্ত মুঙ্গিয়াকামি আরডি ব্লকের শালবাগান এলাকা। অবস্থা সামাল দিতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
প্রসঙ্গত, মুঙ্গিয়াকামী থানাধীন ১৮ মুড়া পাহাড়ের পাদদেশ জনজাতি অধ্যুষিত শালবাগান এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে নতুন ভাবে বনদপ্তরের জায়গা অবৈধ ভাবে দখল করে দোকান গড়ে তোলার মধ্য দিয়ে নতুন একটি বাজার নির্মাণের খবর পৌঁছায় প্রশাসনের কাছে। মঙ্গলবার, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সহ বনদপ্তর এবং পুলিশের একটি যৌথ দল জায়গা দখলকারী স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলার জন্য ওই এলাকায় যান। এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ মহকুমা প্রশাসনিক আধিকারিকরা।
আগামী কিছুদিনের মধ্যে আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ শুরু হবে, তাই এখন জাতীয় সড়কের পাশে জায়গা দখল করে নতুনভাবে বাজার না নির্মাণ করতে আবেদন দখলকারী স্থানীয় লোকজনদের নিকট করা হয়। প্রশাসনিক সহযোগিতায় আগামী দিন তাদের ব্যাবসা করার জন্য স্থান প্রদান করা হবে বলেও আশ্বাস দেওয়া।