আগরতলা, ২৬ নভেম্বর: ত্রিপুরার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি সরকার। পুরনো রাজভবন তথা পুস্পবন্ত প্যালেসকে তাজ হোটেল সংস্থার কাছে তুলে দিতে চাইছে সরকার। এরই প্রতিবাদে পুরনো রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে টিএসএফ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সাধারণ সম্পাদক হামালো জমাতিয়া বলেন, ইতিহাস মুছার চেষ্টা করছে বিজেপি সরকার। আগরতলার পুরাতন রাজবাড়ীটিকে তাজ হোটেল সংস্থার কাছে তুলে দিতে চাইছে সরকার। ত্রিপুরার উন্নয়ন সবাই চায়। কিন্তু ইতিহাস মুছে উন্নয়ন কোনোদিনই সম্ভব নয়।
এদিন তিনি আরও বলেন, পুষ্পবন্ত প্রাসাদ ত্রিপুরার একটি প্রাচীন রাজকীয় প্রাসাদ। ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য দ্বারা নির্মিত হয়েছিল। এটি ২০১৮ সাল পর্যন্ত ত্রিপুরার রাজভবন হিসেবে ছিল, যা পরবর্তীতে স্থানান্তরিত হয়। এই প্রসাদটিকে অন্য সংস্থার হাতে তুলে দেওয়া মানে ত্রিপুরার ইতিহাসকে মুছে ফেলা।