আগরতলা, ২৬ নভেম্বর: সাংবাদিক আক্রান্তের ঘটনায় জড়িত ৬ জন অভিযুক্তকে আজ পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, আক্রান্ত সাংবাদিক সুজিত আচার্য্য জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে রাতের আঁধারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে সাংবাদিক সুজিত আচার্য্য। আমতলী থানার পুলিশ ওই ঘটনার সাথে জড়িত ছয়জন যুবককে আটক করেছে।
এদিকে, সাংবাদিক আক্রান্তের ঘটনায় সোমবার আমলতী থানার সামনে ধর্ণায় বসলেন অন্যান্য সাংবাদিকরা। পরবর্তী সময়ে থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। ওই ঘটনায় আগরতলা প্রেস ক্লাব পরিচালন কমিটি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। কারণ, রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা দিন দিন বেড়ে চলছে।
এদিকে, কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনও। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।
আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল জানিয়েছেন, চিত্র সাংবাদিক সুজিত আচার্য্যের উপর আক্রমণের ঘটনার ৬ জন অভিযুক্তকে আমতলী থানার পুলিশ মঙ্গলবার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করবে। জিজ্ঞাসাবাদে আর কারও নাম উঠে আসলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।