নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৫ নভেম্বর:
যুবমোর্চার প্রদেশ সভাপতির নেতৃত্বে ফটিকরায়ে পৌছালো নমো যুব যাত্রা। স্থানে স্থানে উষ্ণ অভ্যর্থনায় রেলিকে স্বাগত জানালেন দলীয় নেতাকর্মীরা। ত্রিপুরা জুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে শাসক বিজেপির যুব সংগঠন যুব মোর্চার বাইক রেলি। প্রদেশ কমিটির উদ্যোগে গত ২০নভেম্বর ত্রিপুরার শেষ প্রান্ত সাব্রুম থেকে যাত্রা শুরু হয় এই রেলির। যার নাম দেওয়া হয়েছে নমো যুব যাত্রা।
রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা এলাকা ঘুরে সোমবার নমো যুব যাত্রা রেলি পৌছায় ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভায়। সেখানে প্রথমে রেলিকে স্বাগত জানান যুব মোর্চা ফটিকরায় মণ্ডলের সভাপতি প্রিতম বিশ্বাস সহ দলীয় নেতাকর্মীরা। পরে কাঞ্চনবাড়ী, পালবাজার, চৌমুহনিবাজার হয়ে যুবদের বাইক রেলি পৌছায় ফটিকরায় বাজারে। উদ্যমী যুবদের বাইক রেলিকে স্বাগত জানাতে এদিন স্থানে স্থানে যুবদের উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় কর্মী সমর্থকেরা।
রেলিতে নেতৃত্ব দিচ্ছেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, যুব মোর্চার প্রদেশ সাধারন সম্পাদক তথা বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা। এদিন রেলি ফটিকরায় বাজারে পৌছার আগেই রাস্তার দুধারে ভীড় জমান মণ্ডল নেতৃত্ব সহ স্থানীয়রা।
সংবাদ প্রতিনিধিদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব জানান, রাজ্যের যুবদের একসুত্রে বাঁধা এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ নিয়ে ও বিরোধীদের বিভিন্ন অপপ্রচারের জবাব দিতেই শুরু হয়েছে এই নমো যুব যাত্রা। এখনো পর্যন্ত ৪৮০ কিলোমিটার পথ অতিক্রম করেছে এই যুব বাইক রেলি। আগামী ২৮ নভেম্বর আগরতলায় যুব সমাবেশের মধ্যদিয়ে এই রেলির সমাপ্তি হবে বলে জানান নেতৃত্ব। যুবদের বাইক রেলিকে ঘিরে বেশ সাড়া পরে এলাকায়।