আগরতলা, ২৫ নভেম্বর: মহারাজগঞ্জ বাজারকে যানজট মুক্ত রাখতে যৌথ অভিযানে নামে ট্রাফিক দপ্তর। আজ ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আরের
নেতৃত্বে এনফোর্সমেন্ট টিমের অভিযানে নামে।
এদিন ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আর বলেন, মহারাজগঞ্জ বাজারের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত বাজারের যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। তাতে যানযট সৃষ্টি হচ্ছে।
এদিন তিনি আরও বলেন,আজ বেআইনিভাবে রাস্তায় গাড়ি ও বাইক দাঁড় না করাতে সর্তক করা হয়েছে। কিন্তু তাতে কর্ণপাত না করলে আগামীদিনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

