নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর:
জিবি বাজারের চালু হলো কমিউনিটি শৌচালয়। ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো।
জিবি বাজারকে অত্যাধুনিক বাজারে পরিণত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জিবি বাজারে জন্ম লগ্ন থেকে ছিল না কোন শৌচালয়ের ব্যবস্থা। ফলে ক্রেতা বিক্রেতা উভয়কেই সমস্যায় পড়তে হত। পুর নিগমের মেয়র হিসেবে দীপক মজুমদার দায়িত্ব নেওয়ার পর থেকে সবগুলি বাজারকে উন্নত বাজার হিসেবে তৈরি করতে পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে জিবি বাজার সংলগ্ন রাস্তা প্রশস্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারটিকে আধুনিকতম বাজার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পুর নিগমের। বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূর্ণ হল। আজ পুর নিগমের মেয়র তথা দীপক মজুমদারের হাত ধরে উদ্বোধন হল বাজার এলাকার কমিউনিটি শৌচালয়ের। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করে এই কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে।