সম্ভল, ২৫ নভেম্বর (হি.স.): শাহি জামা মসজিদে সমীক্ষাকে ঘিরে রবিবার অশান্ত হয়ে উঠেছিল উত্তর প্রদেশের সম্ভল। সেই হিংসার ঘটনার রেশ এখনও কাটেনি। হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজনের, মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। সম্ভলে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে ১ ডিসেম্বর পর্যন্ত বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ইন্টারনেট ও স্কুল আপাতত বন্ধ রয়েছে।অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
সম্ভলের পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই বলেছেন, “আমাদের সাব-ইন্সপেক্টর দীপক রাঠি যিনি গতকাল আহত হয়েছেন, তিনি ৮০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জিয়া উর রহমান বারক এবং সোহেল ইকবালকে অভিযুক্ত করা হয়েছে। গতকালের ঘটনায় ১৫ জন পুলিশ আহত হয়েছেন। ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সকল অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”