আগরতলা, ২৫ নভেম্বর: বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহযোগিতা মিলছে না। এমনটাই অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন করবুক মহকুমায় বন্যায় ক্ষতিগ্রস্তরা।আজ তাঁরা চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়ার রাস্তা অবরোধ করেন ক্ষতিগ্রস্তরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক ব্যক্তি বলেন, ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে করবুক মহকুমাবাসী। জমি, ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের তরফ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তাঁদের সরকারি ক্ষতিপূরণ মিলে নি। তাঁদের অভিযোগ, তফশীলদারদের পকেট গরম না করলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহযোগিতা মিলবে না। আজ এরই প্রতিবাদে চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়ার রাস্তা অবরোধ করেন ক্ষতিগ্রস্তরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।